Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

ক্যালিফোর্নিয়ায় পাঁচ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ১৩ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ক্যালিফোর্নিয়ায় পাঁচ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

ঢাকা : ক্যালিফোর্নিয়ায় বুধবার এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে তার স্ত্রীসহ পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা করেছে। পুলিশের একজন মুখপাত্র এ কথা জানান।

কার্ন কাউন্টি শেরিফের কার্যালয় থেকে লেফটেন্যান্ট মার্ক কিং বলেন, আমরা ছয়টি লাশ উদ্ধার করেছি। এদের মধ্যে সন্দেভাজন হামলাকারী রয়েছে।

মার্ক কিং বলেন, যখন ডেপুটিরা সাড়া দিয়ে ঘটনাস্থলে যায়, তখন হামলার শিকার তিন জনকে দেখতে পায়। হামলাকারী পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে হামলাকারী অপর এক স্থানে গিয়ে আরো দুইজনকে গুলি করে।

তিনি বলেন, বিকেল ৫ টা ৫৪ মিনিটে গাড়িটি একটি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায়। সন্দেভাজন হামলাকারী প্রতিষ্ঠানের সহকারীকে টান দেয় এবং তার পর আত্মহত্যা করে।
এটি যুক্তরাষ্ট্রে ব্যাপক অস্ত্র সহিংসতার সর্বশেষ ঘটনা।