Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

হজযাত্রীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা দিচ্ছে সৌদি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ১৫ জুন ২০২৪

প্রিন্ট:

হজযাত্রীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা দিচ্ছে সৌদি

ছবি- সংগৃহীত

তীর্থযাত্রীদের জন্য তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনা। পবিত্র হজ উপলক্ষে হাজীদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা এয়ার অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা রেখেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার এক প্রতিবেদনে আরব নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তীর্থযাত্রীদের স্বাস্থ্যসেবা দিতে শুক্রবার ‘কিংডম এয়ার অ্যাম্বুলেন্স’ চালু হয়েছে। প্রথম দিনেই বেশ কয়েকজন অসুস্থ রোগীদের সফলভাবে অ্যাম্বুলেন্সে পরিবহন করে নেয়া হয়েছে হাসপাতালে।

সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের একটি ইউনিট অ্যাম্বুলেন্স নিয়ে অসুস্থ যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। ৬০ বছর বয়সী আফ্রিকান ব্যক্তি বলেন, ‘আমার প্রচণ্ড বুক ব্যথা হচ্ছিলো, ঠিক তখনই রেড ক্রিসেন্টের একটি দল আমাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে বসায়। এরপর মুহূর্তের মধ্যেই আমি পৌঁছে যাই হাসপাতালে’।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables