Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

ইসরাইলকে অবশ্যই শাস্তি পেতে হবে: হুঁশিয়ারি খামেনির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ১০ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

ইসরাইলকে অবশ্যই শাস্তি পেতে হবে: হুঁশিয়ারি খামেনির

ফাইল ছবি

সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলার পর আবারও প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খবর আল জাজিরার।

পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর উপলক্ষে বুধবার এক ভাষণে খামেনি বলেন, ইসরাইলকে অবশ্যই শাস্তি পেতে হবে।

তিনি আরও বলেন,কনস্যুলেটে হামলার মাধ্যমে ইসরাইল ইরানের ভূখণ্ডেই হামলা চালিয়েছে। তারা একটি ভুল করেছে। এর শাস্তি অবশ্যই তাদের পেতে হবে।

গাজা যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই  গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে নিহত হন ইসলামী বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডারসহ বেশ কয়েকজন।
 
এদিকে খামেনির হুমকির পর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ তার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ইরান যদি নিজ ভূখণ্ড থেকে (ইসরাইলে) হামলা চালায়, তাহলে ইসরাইল জবাব দেবে এবং ইরানে হামলা চালাবে।’

গেল ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের গাজার শাসকগোষ্ঠী হামাস। সেদিন থেকেই উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এ সংঘাতের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য অঞ্চল। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সক্রিয় হয়ে উঠেছে ইরানপন্থি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer