Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৩১ ১৪৩১, বুধবার ১৫ মে ২০২৪

একমাত্র যুক্তরাষ্ট্রই থামাতে পারে ইসরাইলকে : আব্বাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৮, ২৯ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

একমাত্র যুক্তরাষ্ট্রই থামাতে পারে ইসরাইলকে : আব্বাস

ফাইল ছবি

আগামী কয়েক দিনের মধ্যে সেখানে ইসরাইল স্থল হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে ইসরাইলকে রাফায় স্থল হামলা থেকে একমাত্র যুক্তরাষ্ট্র বিরত রাখতে পারে বলেও জানিয়েছেন তিনি। 

রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদ আব্বাস বলেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই যে তারা যেন ইসরাইলকে রাফায় হামলা চালানো থেকে বিরত থাকবে বলে। যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যা ইসরাইলকে এই অপরাধ থেকে বিরত রাখতে পারে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ইসরাইল রাফায় হামলা করতে পারে। তবে সেখানে ছোট হামলা হলেই ফিলিস্তিনিরা গাজা ছাড়তে বাধ্য হবে। তখন ফিলিস্তিনি জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরাইলিকে হত্যা এবং প্রায় ২৫০ জন ইসরাইলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরাইল। ইতোমধ্যে ছোট্ট এই উপত্যকায় ইসরাইলের হামলায় ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।

সূত্র: রয়টার্স

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer