Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩১, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

ফের শক্তিশালী ভূমিকম্প ফিলিপিন্সে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩, ৩ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট:

ফের শক্তিশালী ভূমিকম্প ফিলিপিন্সে

ফাইল ছবি

আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপিন্স। রোববার (৩ ডিসেম্বর) ৬ দশমিক ৪ মাত্রার ভূ-কম্পনে কেঁপে উঠেছে দেশটি। খবর এনডিটিভির।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের (জিএফজেড) জানিয়েছে,  ফিলিপিন্স  দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছ ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এর আগে, শনিবার সন্ধ্যায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ফিলিপিন্সে। যার কারণে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়।ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইউএমএসসি) বলেছে, ভূমিকম্পটির গভীরতা ৬৩ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলেছে, ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টি হতে পারে। এটি গত ১৫ দিনের মধ্যে দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প।

গত মাসের মাঝামাঝি এই মিন্দানাও অঞ্চলেই ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) মতে, ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ছিল। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer