Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৩ ১৪৩০, মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

শান্তিরক্ষী মিশনে নারীদের সমান অংশগ্রহণ চায় জাতিসংঘ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫, ২৬ জুন ২০২৩

প্রিন্ট:

শান্তিরক্ষী মিশনে নারীদের সমান অংশগ্রহণ চায় জাতিসংঘ

ছবি- সংগৃহীত

শান্তিরক্ষী মিশনে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পিস অপারেশনস জঁ পিয়েরে ল্যাক্রোইক্স।

সোমবার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ‘ইউএন পিসকিপিং মিনিস্টিরিয়াল প্রিপারেটরি মিটিং অন উইমেন ইন পিসকিপিং’ কর্মসূচির সর্বশেষ অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি এমন তাগিদ দিয়েছেন।

জঁ পিয়েরে ল্যাক্রোইক্স বলেন, গেল ৭৫ বছর ধরে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। ভবিষ্যতের জন্যও যে এই মিশন গুরুত্বপূর্ণ, এখন তা আমাদের নিশ্চিত করতে হবে। শান্তিরক্ষী মিশনে নারীদের অর্থবহ ও সমান অংশগ্রহণ নিশ্চিতে প্রতিবন্ধকতা দূর করতে হবে।

‘নিরাপদ, সুষ্ঠু ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্ভাব্য সব পর্যায়ে নারীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। এ জন্য শান্তিরক্ষী মিশনসহ প্রয়োজনীয় সব জায়গায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে। নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি ও ক্যারিয়ার উন্নয়নে নারীদের সমান সুযোগ দিতে হবে। ইউনিফর্ম জেন্ডার প্যারিটি টার্গেটের প্রতি নিজেদের অঙ্গীকার নবায়ন করতে হবে,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠান ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবশ্যই লিঙ্গ সংবেদনশীল কর্মপরিবেশ তৈরি করতে হবে। নারীদের যৌন হয়রানি বন্ধে জাতিসংঘ মহসচিবের শূন্যসহনীয় নীতি বাস্তবায়নে আমরা কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছি। সদস্য দেশগুলোও তা করবে বলে আমরা প্রত্যাশা করছি।

‘যৌন হয়রানি, বৈষম্য ও নিগ্রহের অভিযোগগুলোকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে। এ বিষয়ে তদন্ত করে অপরাধীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো অসদাচরণ সুষ্ঠু কর্মপরিবেশকে নষ্ট করে দেয়,’ বলেন তিনি।

শান্তিরক্ষী মিশনসহ বিভিন্ন ক্ষেত্রে লিঙ্গ সমতা আনতে বাংলাদেশের অসামান্য অর্জনের কথা স্মরণ করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বাংলাদেশ সবসময়ই অগ্রাধিকার দিয়ে এসেছে। মিশনের সব কার্যক্রমে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার। বিশ্লেষণ, পরিকল্পনা ও বাস্তবায়নসহ সবক্ষেত্রে নারীর অংশগ্রহণ দরকার আছে।

তিনি বলেন, গেল দুদিনে জাতিসংঘের শান্তি মিশনে নারীদের উপযুক্ত পরিবেশ তৈরি, বিভিন্ন চ্যালেঞ্জ ও বাধার মোকাবিলা, বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকা নিয়ে সফল আলোচনা হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ডিজিটাল রূপান্তরকে ভালোভাবে কাজে লাগাতে হবে, যাতে সামনে এগিয়ে যাওয়ার জন্য পরিস্থিতিকে আমরা ভালোভাবে মূল্যায়ন করতে পারি।

তিনি আরও বলেন, শান্তিরক্ষী মিশনে নারীর অংশগ্রহণের পরিবেশ তৈরি নিয়ে সবাই কথা বলেছেন। কাজেই সে ক্ষেত্রে লিঙ্গ সংবেদনশীল নেতৃত্ব, কর্মপরিবেশ ও অবকাঠামো নিশ্চিত করতে হবে। দক্ষিণ সুদানের জাতিসংঘ মিশনে (আনমিস) অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে আমাদের নারী বিচারকেরা দায়িত্ব পালন করছেন। এসব জায়গায় নারীদের উপযুক্ত কর্মপরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিত।

এই কূটনীতিক বলেন, শান্তিরক্ষী মিশনে সংখ্যা ও গুণগত দুই দিক থেকেই নারীদের অংশগ্রহণ বাড়ানো নিয়ে দীর্ঘদিন ধরে আমরা কথা বলে আসছি। এখন নারী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়ানোর দিকে যেমন জোর দিতে হবে, তেমনই কমান্ডিং পর্যায়েও তাদের অংশগ্রহণ থাকতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer