ছবি: সংগৃহীত
প্রায় সাত ঘন্টা বন্ধ রয়েছে মেট্রোরেল। এরমধ্যে কিছু অংশের আলাদা আলাদা করে নির্দিষ্ট সময়ে যাত্রীদের জন্য সচল করে দেয়া হয়েছে। উত্তরা থেকে আগারগাঁও অংশ বিকাল সাড়ে তিনটার দিকে চালু হয়। এরপর সন্ধ্যা ৭.১৫ তে মতিঝিল থেকে শাহবাগ রুটে মেট্রোরেল চলাচল শুরু হয়। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সন্ধ্যায় ডিএমটিসিএল জানিয়েছে, বিকাল হতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। মতিঝিল হতে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা ৭.১৫ মিনিটে চালু হয়েছে। এর আগে, দুপুর সাড়ে বারোটার দিকে ফার্মগেইট মেট্রোরেল স্টেশনের কাছে মেট্রোরেলের পিলারের থাকা বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়। ফলে কয়েক ঘন্টার জন্য মেট্রোরেলের সম্পূর্ন রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পর্যায়ক্রমে উত্তরা থেকে আগারগাঁও ও মতিঝিল থেকে শাহবাগ অংশের ট্রেন চলাচল শুরু হয়।




