
ছবি- সংগৃহীত
ময়মনসিংহের ফুলবাড়ীয়ার নিজ বাড়ির পাশে শায়িত হলেন সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)। শুক্রবার মাগরিবের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে উপজেলার ভাটিপাড়া গ্রামে বাড়ির পাশে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গাজীপুর চৌরাস্তা এলাকায় বাদ জুমা প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয় তার মরদেহ।
বৃহস্পতিবার রাত আটটার দিকে গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তায় তুহিনকে কুপিয়ে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা। তারা দেশী অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করেছিল। তুহিন সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও করছিলেন। বিষয়টি বুঝতে পেরে তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয়।
সাংবাদিক তুহিন ভাটিপাড়া গ্রামের মো. হাসান জামাল ও সাবিহা খাতুন দম্পত্তির ছেলে। পাঁচ ভাই ও দুই বোনের মাঝে সবার ছোট ছিলেন তিনি। তার স্ত্রীর নাম মুক্তা আক্তার। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। বড় ছেলের নাম তৌকির (৭) ও ছোট ছেলের নাম ফাহিম (৩)। বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই আত্মীয়-স্বজন, প্রতিবেশিরা তার গ্রামের বাড়ি ভাটিপাড়া আসতে শুরু করে। এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।