Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৩১ ১৪৩২, শনিবার ১৬ আগস্ট ২০২৫

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে শুভ-সা’দ

বিপ্লব শেখ, কবি নজরুল কলেজ প্রতিনিধি 

প্রকাশিত: ০১:২৮, ১৬ মে ২০২৫

প্রিন্ট:

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে শুভ-সা’দ

ছবি: বহুমাত্রিক.কম

নতুন নেতৃত্ব পেল রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি। বৃহস্পতিবার উৎসবমুখর নির্বাচনে সভাপতি পদে বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক পদে এখন টেলিভিশনের মোঃ বাইজীদ হোসেন সা’দকে নির্বাচিত করেন সমিতির সদস্যরা।

এদিন কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫- এর নির্বাচনে ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি ওবায়দুর রহমান (মর্নিং পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক রবিউল রেজা (দ্য ডেইলি সান), অর্থ সম্পাদক পার্থ সাহা (খবরের কাগজ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ (সংবাদ সারাবেলা) এবং পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে সময়ের আলোর প্রতিনিধি রাকিবুল ইসলাম।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- কাবা কাকলি (স্বদেশ প্রতিদিন), ফয়সাল হোসেন (দৈনিক বাংলাদেশ পরিক্রমা) মোঃ আব্দুল মজিদ (একুশে সংবাদ)।

সাংবাদিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার (ক্রাইম) আলী আজম। এছাড়াও নির্বাচন কমিশনার ছিলেন টিবিএন ২৪ এর স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসেন এবং দ্য ডেইলি সান এর স্টাফ রিপোর্টার যায়েদ হোসেন মিশু।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables