Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

ফেস মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো ফেসবুক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ৭ মার্চ ২০২০

প্রিন্ট:

ফেস মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো ফেসবুক

ঢাকা : ফেস মাস্ক পরলে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে না। প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়েছিল। এবার এই ফেস মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ফেসবুকের পক্ষ থেকে শনিবার এমনটি জানানো হয়।

এই বিষয়ে ফেসবুকের স্বাস্থ্য বিষয়ক প্রধান ক্যাং-জিং জিন বলেন, আমরা সাময়িকভাবে ফেস মাস্কের বিজ্ঞাপন সাময়িকভাবে স্থগিত করছি। ইতিমধ্যে যে সব ওষুধ করোনা ভাইরাসের প্রতিষেধকের নাম করে বিক্রির উদ্দেশ্যে বিজ্ঞাপন দেয়া হচ্ছিল সেগুলো নিষিদ্ধ করা হয়েছে। আমাদের দল গভীরভাবে করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয় ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer