Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৬ ১৪৩২, শনিবার ১০ জানুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত পেসার এবাদত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৭, ২৬ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৮:৫০, ২৬ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট:

টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত পেসার এবাদত

ফাইল ছবি

আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আগে মাঠে ফেরা অনিশ্চিত তারকা পেসার এবাদত হোসেনের। 

ইনজুরির চিকিৎসায় শেষপর্যন্ত অস্ত্রোপচার করাতে হয়েছে এবাদতকে; কিন্তু সেই বড় অপারেশনের ধকল কাটিয়ে মাঠে নামা হয়নি এবাদত হোসেনের। 

এবাদতের মাঠে ফেরা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, আমার মনে হচ্ছে আগস্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া মৌসুমে খেলার মধ্য দিয়ে পেশাদার ক্রিকেটে ফিরতে পারবে এবাদত।

প্রধান নির্বাচক আরও বলেন, বিসিবির মেডিকেল কমিটির রিপোর্টের ওপর নির্ভর করছে এবাদতের ফেরা। চূড়ান্ত আপডেট মেডিকেল থেকে না আসলে তো বলতে পারছি না।

Walton
Walton