Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৫ ১৪৩০, বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

ভারতকে কাঁদিয়ে হেক্সা জয় অস্ট্রেলিয়ার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ১৯ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

ভারতকে কাঁদিয়ে হেক্সা জয় অস্ট্রেলিয়ার

ছবি- সংগৃহীত

ভারতের দেয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি অস্ট্রেলিয়ার। তবে মিডল ওভারে হাল ধরেন ট্রাভিস হেড এবং মার্নাস লাবুশেন। পুরো টুর্নামেন্টে আগুনঝরা বোলিং করা ভারতীয় বোলারদের রীতিমতো নাকানিচুবানি খাইয়েছেন এই দুই অজি ব্যাটার। আর তাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লক্ষাধিক দর্শককে কাঁদিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রলিয়া।

রোববার  আহেমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ভারতের দেয়া ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভার হাতে রেখে ৬ উইকেটে জিতেছে অট্রেলিয়া।    

ভারতের দেয়া মাঝারি লক্ষ্যটাই পাওয়ারপ্লের পর পাহাড়সম হয়ে ওঠে অস্ট্রেলিয়ার জন্য। ৭ ওভারের মধ্যেই অজিদের তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছিলেন জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ শামি। সেখান থেকে অজিদের ম্যাচ জেতানোর নায়ক ট্রাভিস হেড।   

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer