ফাইল ছবি
ভারতের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সে দেশের সরকারি ছুটিতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন।
তিনি বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবসের কারনে ছুটি থাকায় আজ আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও পাসপোর্টধারী যাতায়াত স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
এদিকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বাভাবিক আছে পাসপোর্টধারীদের যাত্রী যাতায়াত।
স্থলবন্দরের তথ্য মতে, স্থলপথে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে সবচেয়ে বেশি আমদানি-রফতানি বাণিজ্য হয়ে থাকে। বছরে যাতায়ত করে ২০ থেকে ২২ লাখ পাসপোর্টধারী। ভ্রমণ ও বাণিজ্য এই দুই খাত থেকে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আসে। যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখে আসছে।




