ছবি: সংগৃহীত
মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার ঘটনাটি ঘটে গুয়ানাহুয়াতো রাজ্যে। মেয়রের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। তবে হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি।
কর্তৃপক্ষ জানায়, রাজ্যের সালামাঙ্কা শহরের একটি আবাসিক এলাকার স্থানীয় ফুটবল মাঠে লোকজন উপস্থিত থাকার সময় এ হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আরও ১২ জন আহত হয়েছেন, যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।’
সালামাঙ্কার মেয়র সেসার প্রিয়েতো এক বিবৃতিতে জানান, শহরটিতে অপরাধমূলক সহিংসতা বেড়েই চলছে। তিনি বলেন, ‘কিছু অপরাধী গোষ্ঠী কর্তৃপক্ষকে দমিয়ে রাখতে চাইছে। তবে তারা সফল হবে না।’ এমন পরিস্থিতিকে ‘গুরুতর সামাজিক সংকট’ আখ্যা দিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও রাজ্য সরকারের কাছে অতিরিক্ত নিরাপত্তা সহায়তা চেয়েছেন।
এদিকে, সংশ্লিষ্ট অন্য একটি ঘটনায় গত শনিবার রাতে এই সালামাঙ্কা শহর থেকেই মানবদেহের অংশবিশেষ ভর্তি চারটি ব্যাগ উদ্ধার করা হয়। তবে এ দু‘টি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করেনি।
উল্লেখ্য, গুয়ানাহুয়াতো মেক্সিকোর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তবে গ্যাং-সংক্রান্ত সহিংসতার কারণে এটি দেশের অন্যতম প্রাণঘাতী রাজ্য হিসেবে পরিচিত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড এখানেই ঘটেছে। অবশ্য প্রেসিডেন্ট শেইনবাউম চলতি বছরের শুরুতে দাবি করেন যে, গতবছর মেক্সিকোর হত্যার হার শেষ এক দশকের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে।




