
ছবি : বহুমাত্রিক.কম
মৌলভীবাজার : পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে কমলগঞ্জে শুরু হচ্ছে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি ‘সমৃদ্ধি’।
মঙ্গলবার বিকাল পাঁচটায় উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী অধ্যুষিত ঘোড়ামারা গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পটগানের মাধ্যমে এ প্রকল্পের সূচনা হয়। বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ রসমোহন সিংহ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, সমৃদ্ধির কো- অর্ডিনেটর আমিনুল হক, শিক্ষক ও নারী নেত্রী বিলকিস বেগম, সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী ও হীড বাংলাদেশ প্রতিনিধি রবীন্দ্র সিংহ। আলোচনা শেষে কমলগঞ্জ হীড সাংস্কৃতিক দলের অংশগ্রহণে পটগান পরিবেশন করা হয়।
বহুমাত্রিক.কম