ছবি: সংগৃহীত
আসামের শিলচরে ১৯৬১ সালে বাংলা ভাষার আন্দোলনে নিহত ১১ শহীদ স্মরণে আয়োজিত অনুষ্ঠানের মূলমঞ্চে বিশিষ্ট লেখক, গবেষক ও বাংলা একাডেমির ফেলো গোলাম কুদ্দুছের লেখা "বরাক উপত্যকার ভাষা আন্দোলন " শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ মে ২০২৩) ভাষা স্মারক সমিতির সভাপতি বাবুল হোড় এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন রাজ্যের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মূখ্য আলোচক ছিলেন কলকাতার বিশিষ্ট লেখক ও নাট্য সমালোচক আশীষ গোস্বামী। বক্তব্য রাখেন ড. দেবব্রত রায়, ড. রাজীব কর, দৈনিক যুগসঙ্খ পত্রিকার সম্পাদক বিজয় কৃষ্ণ নাথ ও গ্রন্থের লেখক গোলাম কুদ্দুছ।
সভায় বক্তারা লেখকের প্রশংসা করে বলেন, এই গ্রন্থটি ভারত ও বাংলাদেশের তরুণ প্রজন্মকে ১৯ মে'র বাংলা ভাষার আন্দোলন সম্পর্কে বস্তুনিষ্ঠ ইতিহাস জানাতে বিশেষ সহায়ক হবে।
ঢাকার অন্যপ্রকাশ থেকে প্রকাশিত এ গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর।