Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

শহীদ মিনারে কলকাতা থেকে আসা বাঙালিরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫১, ২১ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

শহীদ মিনারে কলকাতা থেকে আসা বাঙালিরা

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন কলকাতা থেকে আসা বাঙালিরা। শুক্রবার বেলা সাড়েবারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

নারগিস নওয়াজ বলেন, আমরা একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৩৫ জন বাঙালি শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। আমাদের মধ্যে সাতজন চিকিৎসক রয়েছে। বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে  স্মরণ করতে এসেছি।

শ্রদ্ধা জানাতে আসা অজত দাস গুপ্ত বলেন, আমরা শহীদের শ্রদ্ধা জানাতে এসেছি। এখানে এসে খুব ভাল লাগছে। আমার পৈতৃক বাড়ি বরিশাল।  ড.অজত নওয়াজ বলেন, আমি মুর্শিবাদের একটি হাসপাতালের মেডিক্যাল অফিসার। বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি। এখানে এসে খুব ভাল লাগছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables