Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

বৈশাখে এপ্রিল

সৈয়দ মোকছেদুল আলম

প্রকাশিত: ০০:১৫, ১৪ এপ্রিল ২০২০

প্রিন্ট:

বৈশাখে এপ্রিল

বৈশাখে কত সাজে
সাজে নানা জন
দাদা-দাদু কাছা ছেড়ে
ঘন করে মন।

ছেলে-মেয়ে মহাখুশি
বলে, মম! ডেডী!
চলো যাই সাংহাই
চাইনিজ খাই।

কবি আর কবিতার
একটাই দাবি
ইলশে-পান্তা
খাবি খেয়ে খাবি।

বাঙালির ট্রেডিশান
ইংলিশ একশান
হাঁটু-ছেঁড়া জিন্সের
প্যান্ট পরা চাই।

বেরসিক বাবুরা
কাবু কোটে ইন করে
বাঁধে লাল টাই।

শিশুদের ঘুম নেই
বৃদ্ধরা মরা
ইটের দেয়ালে জীবন
পরেছে ধরা
দড়ি লাফ, হাডুডু
খেলা সাতচারা
আঁকাআঁকি, লেখালিখি
শুধু টেপাটেপি

প্রযুক্তি সব দিল
আদর্শলিপি-
নিল নিল কেড়ে নিল
স্নেহ-প্রীতি, রীতি-নীতি
সব ইতি।

শঠ তত বড় সৎ
অসৎ প্রভুর শত
জটিল কুটিল ক্ষত
ধারালো ত্রিশূল
টাকমাথা জ্ঞানীদের
দেয় চেছে চুল।

তাই বাহ্ মেয়েরাও
বব মশগুল
দিদ দিদির কামিজ পরা
ছেলে কানে দুল।
হ্রসতে দীর্ঘকার
বাঁধিয়েছে গোল।
অপরের ভুল ধরা
বানানটা `ভূল`।

তাই বাহ্ মেয়েরাও
বব মশগুল
দিদির কামিজ পরা
ছেলে কানে দুল।
হ্রসতে দীর্ঘকার
বাঁধিয়েছে গোল।
অপরের ভুল ধরা
বানানটা `ভূল`।

কূল `তীর`
ভুলে `বড়ুই,-কুল
সোনামনি ভাত খায়
ধান চেনে না
ধান কাঠ খুঁজে মরে
করে গণনা -
এপ্রিলে বৈশাখ
বলে, মানি না।

কেন এই প্রতিবাদ
কী সোনায় খাঁদ
পহেলা বৈশাখে
এপ্রিল বাদ।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables