Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২২ ১৪৩২, সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫

ফের হাসপাতালে ভাষাসৈনিক আহমদ রফিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৯, ৭ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

ফের হাসপাতালে ভাষাসৈনিক আহমদ রফিক

ভাষাসৈনিক আহমদ রফিক

আবারও অসুস্থ হয়ে পড়েছেন ভাষাসৈনিক আহমদ রফিক। শনিবার সন্ধ্যায় রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে রাত ৯টার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয়েছিল।

আহমদ রফিকের ব্যক্তিগত সহকারী আবুল কালাম জানান, ২০২১ সালে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এরপর থেকেই তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যায়। বলেও জানান আবুল কালাম।

আহমদ রফিকের নিয়মিত খোঁজখবর রাখা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী গণমাধ্যমকে জানান, শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। চিকিৎসক বলেছিলেন, হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার প্রয়োজন নেই। উল্টো সংক্রমণের ঝুঁকি আছে। তাই তাকে বাসায় নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, ভাষাসৈনিক ও বিশিষ্ট লেখক আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ায়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables