Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২২ ১৪৩২, সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫

চলে গেলেন বদরুদ্দীন উমর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ৭ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

চলে গেলেন বদরুদ্দীন উমর

বদরুদ্দীন উমর

বিশিষ্ট লেখক, গবেষক ও প্রবীণ বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন। রোববার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর কল্যাণপুরের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

৯৪ বছর বয়সী বদরুদ্দীন উমরের দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন। শ্বাসকষ্ট ও লো প্রেশারের কারণে শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তাঁকে মিরপুরের রূপনগরের বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়। কিছুদিন আগেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী বদরুদ্দীন উমর এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব পালন করছিলেন। 

মুসলিম লীগ নেতা আবুল হাশিমের পুত্র বদরুদ্দিন উমরের জন্ম ১৯৩১ সালে ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে। ১৯৫০ সালে পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন। এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্নাতক শেষ করে ১৯৫৫ সালে দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর করেন। এরপর পড়তে যান যুক্তরাজ্যে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনার্স করেন ফিলোসফি, পলিটিক্স ও ইকোনমিক্সে (পিপিই)। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ করার আগেই দর্শন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ শুরু করেছিলেন বদরুদ্দীন উমর। ১৯৫৬ সালে চট্টগ্রাম সরকারি কলেজ এবং ১৯৫৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে তিনি যোগ দেন। 

শিক্ষা, গবেষণা ও বাম রাজনীতির দীর্ঘ জীবনে বদরুদ্দিন উমর একাধিকবার রাষ্ট্রীয় পদকে ভূষিত হলেও তিনি তা গ্রহণে অপরগতা জানান। সাহিত্য, দর্শন, রাজনীতি, ইতিহাসসহ জ্ঞান-বিজ্ঞানের বিস্তৃত প্রসঙ্গে তাঁর রচিত গ্রন্থের সংখ্যা বিপুল। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables