Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৫ ১৪৩০, বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

খালেদার বিদেশে চিকিৎসার আবেদন আইন মন্ত্রণালয়ে নাকচ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ১ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

খালেদার বিদেশে চিকিৎসার আবেদন আইন মন্ত্রণালয়ে নাকচ

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে ‘না’ মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। রোববার আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, বিদেশ যেতে হলে খালেদা জিয়াকে জেলে গিয়ে পরে আদালতে আবেদন করতে হবে। 

এর আগে আজ দুপুরে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক জানান, আইনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ‘দেশের সব কাজই নির্বাহী আদেশের মাধ্যমে হওয়া উচিত। এর বাইরে কোনো কাজ করাই আইনের লঙ্ঘন। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাহী আদেশে বিদেশ যেতে পারবেন খালেদা জিয়া।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer