Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২২ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

বিরোধের জেরে ২ শতাধিক কলার কাঁদি কর্তন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৪, ১০ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিরোধের জেরে ২ শতাধিক কলার কাঁদি কর্তন

ছবি: বহুমাত্রিক.কম

ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামে সামাজিক কোন্দালের জের ধরে কৃষক আবু তালেব হোসেন মিন্টুরুদ্দিন ২ শতাধিক পরিপক্ক কলার কাঁদি কেটে দিয়েছে প্রতিপক্ষরা।

রোববার ভোররাতে উয়দপুর গ্রামের মাঠে ২২ কাঠা জমির কলা গাছে বেশির ভাগ কাঁদি কেটে দেওয়া হয়। কৃষক মিন্টু জানান, নিজের ২২ কাঠা জমিতে টাকা ধার করে কলার চাষ করেন তিনি।

শুক্রবার স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ১’শ কাঁদি কলা বিক্রি করেন। রোববার সবগুলো কাঁদি কাটার কথা ছিল। কিন্তু দুবৃত্তরা রোববার ভোররাতে সব কাঁদি কেটে দিয়েছে। এতে তার অনেক টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

স্থানীয় কৃষক সোবাহান মন্ডল বলেন, মানুষের সাথে শত্রুতায় এ ভাবে গলাগাছ কাটা ঠিক নয়। একই গ্রামের আরেক কৃষক রহিম বিশ্বাস বলেন, সারা বছর কষ্ট সেই ফসল ঘরে তোলার সময় একটা ক্ষেত নষ্ট করা কষ্টের ব্যাপার।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer