Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৪ ১৪৩২, শনিবার ৩০ আগস্ট ২০২৫

যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু

ফাইল ছবি

যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইয়াসিন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত রোববার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে তাঁর মৃত্যু হয়।

সোমবার এ তথ্য জানিয়েছেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পার্থ প্রতীম চক্রবর্তী।মৃত কিশোর যশোরের অভয়নগর উপজেলার বাগুটিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পার্থ প্রতীম চক্রবর্তী বলেন, ‘ইয়াসিন নামের এক রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার খুলনা থেকে এসে যশোরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে চিকিৎসক তাঁকে খুলনা বা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে রোগীর স্বজনেরা তাঁকে অন্যখানে নেয়নি। পরে ২ সেপ্টেম্বর এই হাসপাতালে আইসিইউ বেড খালি হওয়ার পর তাঁকে সেখানে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তার মৃত্যু হয়।

যশোর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় ৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২৯ জন।এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৩ জন। একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত আট মাসে যশোরে ছয়জনের মৃত্যু হলো।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables