Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

বাথরুমের দরজা ভেঙে বলিউড পরিচালকের মরদেহ উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯, ২৫ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

বাথরুমের দরজা ভেঙে বলিউড পরিচালকের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

ভারতের মুম্বাইয়ে নিজ বাসা থেকে বলিউড পরিচালক রাজকুমার কোহলির (৯৩) লাশ উদ্ধার করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে গোসল করতে বাথরুমে যান রাজকুমার। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বের না হওয়ায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। 

পরে তার ছেলে আরমান বাথরুমের দরজা ভেঙে দেখতে পান, তার বাবা অচেতন হয়ে পড়ে রয়েছেন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসকরা জানিয়েছেন, গোসলের সময় বাথরুমেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজকুমার।

১৯৬৩ সালে মুম্বাইয়ের ফিল্মি দুনিয়ায় অভিষেক হয় রাজকুমারের। ১৯৬৭ সালে তার পরিচালিত ‘নাগিন’ ছবিটি সেই সময় বেশ জনপ্রিয়তা পায়। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer