Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১২ ১৪৩১, রোববার ২৬ জানুয়ারি ২০২৫

‘অনুপমা’ খ্যাত অভিনেতা নীতেশ পাণ্ডে মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ২৪ মে ২০২৩

প্রিন্ট:

‘অনুপমা’ খ্যাত অভিনেতা নীতেশ পাণ্ডে মারা গেছেন

ফাইল ছবি

একের পর এক মৃত্যু সংবাদ বিনোদন জগতে। বুধবার সকালেই খবর পাওয়া যায়, গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। এরপরই খবর পাওয়া যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১।

গণমাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছেন তার শ্যালক।

জানা যায়, নাসিকের লাগাতপুরী অঞ্চলে শুটিং করছিলেন অভিনেতা। সেই সময়ই আচমকা হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্প্রতি তাকে দেখা গিয়েছিল রূপালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘অনুপমা’ সিরিয়ালে। এ ছাড়াও অসংখ্য সিরিয়ালে কাজ করেছেন নীতেশ। মূলত কৌতুকাভিনেতার চরিত্রেই অভিনয় করতেন তিনি।

এ ছাড়াও শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’, সালমান খানের সঙ্গে ‘দাবাং’ ও পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘খোসলা কা ঘোশলা’-র মতো ছবিতে দেখা গিয়েছে তাকে। প্রায় ২৫ বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন নীতেশ পান্ডে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer