Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি অভিনেতা আব্দুল আজিজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ৫ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি অভিনেতা আব্দুল আজিজ

ফাইল ছবি

দেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আব্দুল আজিজ হাসপাতালের সিসিইউতে ভর্তি ৷ তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। বর্তমানে বর্ষীয়ান এ অভিনেতাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার ডিরেক্টর'স গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ডিরেক্টরস গিল্ডের সম্মানিত সদস্য, অভিনেতা ও নির্মাতা, আব্দুল আজিজ গতকাল রাত ৮টার দিকে হার্ট অ্যাটাক করেন। পরে তাকে বারডেমে ভর্তি করা হয়েছে।’

সিসিইউতে আব্দুল আজিজের চিকিৎসা চলছে জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন নির্মাতা সাগর।

আব্দুল আজিজ একাধারে মঞ্চ, রেডিও, টিভি ও সিনেমায় গেল কয়েক দশক ধরে অভিনয় করছেন। রেডিওর প্রায় ১৬০০ নাটকে অভিনয় করেছেন তিনি। টিভিতে ৬ শতাধিক আর ১০০টিরও বেশি সিনেমার সফল অভিনেতা হয়ে দর্শকের মনে দাগ কেটেছেন। তিনি একজন নির্মাতা ও লেখক।

বেশ কয়েকবছর ধরে নিয়মিত কাজে দেখা যায় না তাকে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নিয়মিত দেখা মেলে তার। আব্দুল আজিজ অভিনয় করেছেন সর্বশেষ অমিতাভ রেজা পরিচালিত ‘রিকশা গার্ল’ সিনেমায়৷ এটি মুক্তির অপেক্ষায় আছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables