Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

‘মার্কিন সামরিক বাহিনীতে রূপান্তরকামীরা নয়’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ২৭ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘মার্কিন সামরিক বাহিনীতে রূপান্তরকামীরা নয়’

ঢাকা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ট্রান্সজেন্ডার তথা রূপান্তরকামীরা ‘কোনোভাবেই’ মার্কিন সামরিক বাহিনীতে কাজ করতে পারবে না।

স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ট্রাম্প এ মন্তব্য করেছেন।

টুইটে ট্রাম্প বলেন, রূপান্তরকামীদের বিষয়ে তিনি সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। তারা (রূপান্তরকামী) সামরিক বাহিনীতে থাকলে চিকিৎসা বাবদ প্রচুর খরচ হয় এবং বাহিনীর কাজে ব্যাঘাত ঘটে।

২০১৬ সালে সেনাবাহিনীতে রূপান্তরকামীদের প্রকাশ্যে কাজের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। তবে নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর চিত্র বদলে যায়। চলতি বছরের জুনে ট্রাম্প সরকারের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস রূপান্তরকামী লোকজনের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করার বিষয়ে একমত হন।

রূপান্তরকামীদের বিষয়ে বর্তমান প্রশাসনের অবস্থানের বিষয়ে জানাতে গিয়ে টুইটে ট্রাম্প বলেন, তিনি জেনারেল ও সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের উপদেশ হলো, যুক্তরাষ্ট্রের সরকার যেন কোনোভাবেই সামরিক বাহিনীতে রূপান্তরকামীদের সুযোগ না দেয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer