Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৬ ১৪৩১, শনিবার ১২ অক্টোবর ২০২৪

সীমান্ত এলাকার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে: বিজিবি প্রধান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

সীমান্ত এলাকার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে: বিজিবি প্রধান

ছবি- সংগৃহীত

সীমান্ত পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানানোর পর সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান

বিজিবির ডিজি বলেন, মানবিক দিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। মিয়ানমার থেকে পালিয়ে আসা এ পর্যন্ত ২৬৪ জনকে আশ্রয় দেয়া আছে। এদের মধ্যে আহত আটজনকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় থাকায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ৬৫ জন রোহিঙ্গা নৌকায় করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিলেন। তাদের ফিরিয়ে দেয়া হয়েছে। কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer