Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

দরকার পড়লেই বাহুবল দেখাব: ভারতের নতুন সেনাপ্রধান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৬, ২ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দরকার পড়লেই বাহুবল দেখাব: ভারতের নতুন সেনাপ্রধান

ঢাকা : সীমান্তে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখাটা মূল কাজ হলেও প্রয়োজনে নিজেদের বাহুবল দেখাতে পিছপা হবে না ভারতীয় সেনাবাহিনী।

সাউথ ব্লকে শনিবার দেশের ২৭তম সেনাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়া জেনারেল বিপিন রাওয়াত ‘গার্ড অফ অনার’ নেওয়ার পর এ কথা বলেছেন।

নতুন সেনাধ্যক্ষ হিসেবে জেনারেল রাওয়াতের নামটি সামনে আসার পরেই কানাঘুষো শুরু হয়ে যায়, দু’জন সিনিয়রকে টপকে তাঁকে দেশের ২৭তম সেনাধ্যক্ষ করা হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম- ইস্টার্ন কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি ও সাদার্ন কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল পিএম হারিজ।

সাংবাদিকদের প্রশ্নে অবশ্য জেনারেল রাওয়াত জানিয়েছেন, তিনি সেনাবাহিনীর প্রতিটি ইউনিটকেই সঙ্গে নিয়ে চলবেন। কোনও ইউনিটের প্রতিই তাঁর কোনও পক্ষপাত থাকবে না। ও দিকে, ইস্টার্ন কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল বক্সি শনিবারই নতুন সেনাধ্যক্ষের প্রতি তাঁর ‘পূর্ণ সমর্থনে’র কথা জানিয়ে দিয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer