Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

শ্রীনগরে ৫০ ঘণ্টার লড়াইয়ে নিহত ২ জঙ্গি, ভবনটিতে ঢুকেছে সেনারা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ১২ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শ্রীনগরে ৫০ ঘণ্টার লড়াইয়ে নিহত ২ জঙ্গি, ভবনটিতে ঢুকেছে সেনারা

ঢাকা : ৫০ ঘণ্টা পরে ভারতের শ্রীনগরের পুলওয়ামার পাম্পোরের সরকারি ভবনে ঢুকল নিরাপত্তা বাহিনী। এখনও চলছে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। উপরে চক্কর দিচ্ছে সেনা কপ্টার।

ড্রোন ক্যামেরায় চলছে নজরদারি। সেনা সূত্রে খবর, গুলির লড়াইয়ে মারা গেছে দুই জঙ্গি। বাকি এক জঙ্গির খোঁজে চলছে তল্লাশি।৭ তলা এই সরকারি ভবনটিতে প্রায় ৮০টি ঘর রয়েছে। সেগুলিতেও চলছে তল্লাশি।

এদিকে, ইডিআই ভবন লক্ষ্য করে রকেট লঞ্চার ও গ্রেনেড ছুড়ছে ভারতীয় সেনা বাহিনী। ইতিমধ্যেই ওই বহুতলের তিনটি তলা পুরোপুরি ভস্মীভূত। শ্রীনগর থেকে ১২ কিলোমিটার দূরে পাম্পোরে এই সরকারি ভবনটি ঝিলম নদীর তিরে।

এবছরের ১৯ ফেব্রুয়ারি পাম্পোরে সিআরপিএফের বাসে অতর্কিত হামলা চালিয়ে জঙ্গিরা আশ্রয় নেয় এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের বিল্ডিংয়েই। ৪৮ ঘণ্টা ধরে চলে সেনা-জঙ্গি গুলির লড়াই। মৃত্যু হয় ৩ জওয়ানের। ৮ মাসের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তি। ফের একবার প্রশ্নের মুখে ভূস্বর্গের নিরাপত্তা।

এবিপি আনন্দ

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer