Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২১ ১৪৩২, শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস পড়ল খালে : নিহত ৫

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ৬ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস পড়ল খালে : নিহত ৫

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।নিহতরা হলেন, আব্দুল আহাদ, আব্দুল মাজেদ ও হুমায়ুন রশিদ। বাকি দুজনের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে খাল থেকে বাসটি উদ্ধার করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা আনন্দ পরিবহন নামে একটি বাস কফিল উদ্দিন ডিগ্রী কলেজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
 
পরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও ৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।এসময় বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ৫ যাত্রী মারা যান। ঘটনার পর থেকে চালক ও হেলপারের খোঁজ পাওয়া যায়নি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables