Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২০ ১৪৩২, শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫

এক্সিম ও এসআইবিএলকে ৮৮৬ কোটি ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ৫ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

এক্সিম ও এসআইবিএলকে ৮৮৬ কোটি ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

পোশাক খাতের শ্রমিকদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক জরুরি পদক্ষেপ হিসেবে ৮৮৬ কোটি টাকা ছাড় দিয়েছে। এক্সিম ব্যাংক ও এসআইবিএল ব্যাংকের মাধ্যমে এ অর্থ ছাড় করা হয়েছে।বিজিএমইএর অনুরোধের প্রেক্ষিতে এই জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে।

বিজিএমইএ জানায়, তাদের অনুরোধে এ পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। এই সময়োপযোগী উদ্যোগের জন্য সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান ও সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি পাঁচটি সংকটাপন্ন ব্যাংকে তীব্র তারল্য সংকট দেখা দেয়ায় রফতানিমূল্য প্রত্যাবাসন হলেও সংশ্লিষ্ট পোশাক কারখানাগুলো অর্থ পাচ্ছিল না। ফলে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা তৈরি হয় এবং শিল্পের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।

এ অবস্থায় গত ২৬ আগস্ট বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সংগঠনের পরিচালকরা। ওই বৈঠকের ফলশ্রুতিতেই শ্রমিকদের পাওনা মেটাতে ৮৮৬ কোটি টাকা ছাড়ের ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান পোশাক খাতের কারখানাগুলোকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে এক্সিম ব্যাংক ও এসআইবিএল ব্যাংক থেকে শ্রমিকদের বেতন-ভাতার অর্থ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables