Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২১ ১৪৩২, শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই : গরমে অস্বস্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩১, ৬ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই : গরমে অস্বস্তি

ফাইল ছবি

ঢাকায় সকাল থেকেই গরমে অস্বস্তি বেড়েছে। বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকায় দিন গড়ানোর সঙ্গে-সঙ্গে গরম বাড়তে পারে।

শনিবার ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।আজ সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৮৮ শতাংশ।

এদিকে শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables