
ছবি- সংগৃহীত
রাজধানীর মিরপুরে শ্যামল পল্লি বস্তিতে লাগা আগুন প্রায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় রোববার রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। ৮টা ১০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর আরও একে একে ইউনিট বাড়ানো হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।