Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

শাহবাগে ধর্ষণের শিকার পথশিশু : যুবক গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫২, ১৬ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

শাহবাগে ধর্ষণের শিকার পথশিশু : যুবক গ্রেপ্তার

ফাইল ছবি

রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ১০ বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশন বারডেম হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেছে।

হাসপাতালে আরেক পথশিশু মোবারক জানায়, ওই শিশু শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করত। রাতে মেট্রো স্টেশনের নিচে শিশুটির চিৎকার শুনে লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে দেখি ওই শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর জড়িত ওই ছেলেকে লোকজন ধরে রেখেছে। পরে পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। 

রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম বলেন, খবর পেয়ে মেট্রো স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার পথশিশুকে উদ্ধার এবং রায়হান নামে এক যুবককে আটক করা হয়েছে।