Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৫ ১৪৩২, রোববার ৩১ আগস্ট ২০২৫

গুলশানে এক পুলিশের গুলিতে অন্য এক পুলিশ সদস্য নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৮, ৯ জুন ২০২৪

আপডেট: ০৯:১১, ৯ জুন ২০২৪

প্রিন্ট:

গুলশানে এক পুলিশের গুলিতে অন্য এক পুলিশ সদস্য নিহত

ফাইল ছবি

রাজধানীর গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে গুলশানের ফিলিস্তিনি দূতাবাস এলাকার এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। নিহত ওই পুলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী একাত্তর টেলিভিশনের এক সংবাদকর্মী যুগান্তরকে বলেন, অফিস শেষে গাড়িতে বাসায় ফেরার পথে ফিলিস্তিনি দূতাবাসের সামনে যেতেই দেখি রাস্তার পাশে উপুড় হয়ে একজন পুলিশ পড়ে আছেন। তার পিঠে একাধিক গুলির চিহ্ন। তার অস্ত্র রাস্তার পাশে পড়ে আছে। আর লাশের পাশে অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছেন আরেক পুলিশ। 

আমরা গাড়ি থামাতেই ওই পুলিশ হুঙ্কার দেয় এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় দূতাবাসের গেটে পাশে দাঁড়ানো অন্য পুলিশও ভেতরে ঢুকে যায়। এরপর আমরা চলে আসি।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম রাত সাড়ে ১২টার দিকে যুগান্তরকে বলেন, ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ আরেক পুলিশকে গুলি করেছে। মৃতদেহ ঘটনাস্থলে পড়ে আছে। এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় পথচারী আহত হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables