Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৩ ১৪৩২, শুক্রবার ২৯ আগস্ট ২০২৫

রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ১৬ মে ২০২৪

আপডেট: ১০:২৭, ১৬ মে ২০২৪

প্রিন্ট:

রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন

ফাইল ছবি

রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বেশকিছু তুলার বস্তা পুড়ে গেছে।বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

তুলা বোর্ডের সদস্যরা জানান, হঠাৎ গোডাউনে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শওকত আলী জানান, তুলা উন্নয়ন বোর্ডের দোতলায় একটি পাকা গোডাউন ঘর ছিল, সেখানে আগুন লাগলে আমাদের খবর দেয়, আমরা খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে আসি। পরে আগুন নিভিয়ে ফেলি। তুলার বস্তা ছাড়া অন্য কিছু পোড়া যায়নি।

তিনি বলেন, এখানে বিদ্যুতের সংযোগ রয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables