ফাইল ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মামাতো-ফুফাতো ২ ভাই নিহত হয়েছেন।মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজের গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর এবং ফারুকের বাড়ি সমিতিরহাট ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফুফাতো বোনের বাড়িতে ইফতার দিয়ে বাড়ি ফেরার পথে ওই মহাসড়কের নুরালি মিয়ারহাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিরাজ ও ফারুক মারাত্মকভাবে আহত হলে স্থানীয় জনতা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাজিরহাট থানার ওসি মো. আদিল মাহমুদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।