Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৯ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ জুলাই ২০২৪

ময়মনসিংহে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ভাই-বোনের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ৩১ মার্চ ২০২৪

প্রিন্ট:

ময়মনসিংহে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ভাই-বোনের

ফাইল ছবি

ময়মনসিংহের তারাকান্দায় বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের আরোহী ১৬ বছরের মাসুরা মোকাদ্দাস আনাফ ও দুই বছর বয়সি আনাস নিহত হয়েছে। এ ঘটনায় তাদের বাবা ও মাসহ তিনজন আহত হয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসটি ঢাকা থেকে গোয়াতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই-বোন মারা যায়। আহত হন তাদের মা-বাবাসহ তিনজন। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী গণমাধ্যমকে বলেন, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer