Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

টঙ্গীতে কাভার্ড ভ্যানে আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৭, ১ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট:

টঙ্গীতে কাভার্ড ভ্যানে আগুন

ছবি- সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গীর মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার মেঘনা রোড এলাকায় সড়কের পাশে প্রায় বছর খানেক যাবৎ একটি কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটির পেছনের চাকা খুলে নিয়ে গেছে মালিকপক্ষ ও সামনের চাকা ছিল পাংচার। 

বৃহস্পতিবার রাতে চার-পাঁচজন দুর্বৃত্ত দাহ্য পদার্থ ঢেলে ওই কাভার্ড ভ্যানটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কাভার্ড ভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর ভ্যানটির চালক ও মালিককে খুঁজছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এস কে তুহিন বলেন, আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables