ছবি: বহুমাত্রিক.কম
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেছেন, পুলিশি সেবা প্রদানে প্রযুক্তিগত কার্যক্রম বাড়ানোর কাজ হাতে নেয়া হয়েছে। প্রযুক্তির সাহায্যে মানুষকে আরও দ্রুততম সময়ের মধ্যে সেবা দেয়ার জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে সিসিটিভির সার্ভার ও সাইবার নিরাপত্তা সেল স্থাপন করা হয়েছে। আমরা আশা করি, এখন থেকে আমরা নগরবাসীকে উন্নত প্রযুক্তিগত আধুনিক সেবা দিতে পারব এবং সেই লক্ষ্যে আমরা গাজীপুর মহানগর পুলিশকে তৈরি করছি।
শনিবার ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দিবসটি পালন উপলক্ষে মহানগর পুলিশ কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
গাজীপুর মহানগর পুলিশের নির্দিষ্ট আবাসন, নিজস্ব কার্যালয় স্থাপন, চলতি অর্থ বছরে আরো ২৬ টি গাড়ি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান জিএমপি কমিশনার। তিনি আরো বলেন, মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মহানগর পুলিশ ব্যাপক সফলতা অর্জন করেছে। বিশেষত যানজট নিয়ন্ত্রণে প্রশংসনীয় উন্নতি সাধন করেছে। আগামী দিনে আমরা আরো উন্নত পুলিশ হিসেবে সেবা প্রদানের জন্য অনেক কর্মসূচি হাতে নিয়েছি। মহানগর পুলিশ যে কোন অপরাধের বিষয়ে জিরো টলারেন্স নীতিগ্রহণ করেছে।
জিএমপি সদর দপ্তরের সামনে জয়দেবপুর-শিববাড়ী সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এতে বাদ্যদল, ঘোড়ার ঘাড়িসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম শামসুন্নাহার, পুলিশের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মো: শফিকুল ইসলাম, র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসাইনসহ জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ।