Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৪ ১৪৩১, বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪

বাঘারপাড়ায় নির্মাণাধীন রেল জংশন পরিদর্শনে বিভাগীয় কমিশনার

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ৫ মে ২০২৩

প্রিন্ট:

বাঘারপাড়ায় নির্মাণাধীন রেল জংশন পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ছবি- সংগৃহীত

বৃহস্পতিবার বেলা ১১ টায়  যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা স্থানে অবস্থানরত নির্মানাধীন জামদিয়া রেল জংশন পরিদর্শনে আসেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি।

বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার,সরকারের সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।

আরো উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার নির্বাচিত ভাইস-চেয়ারম্যান অাব্দুর রউফ মোল্যা, দোহাকুলা ইউনিয়নের  নির্বাচিত চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান  আরিফুল ইসলাম তিব্বত, ধলগা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer