Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

বগুড়ায় জামায়াতের ৯ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২১, ৪ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

বগুড়ায় জামায়াতের ৯ নেতাকর্মী আটক

-বগুড়া

বগুড়ার শিবগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে জামায়াতে ইসলামীর ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা এলাকা অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তানভীর হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রায়নগরের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল খালেকের বাড়িতে সংগঠনের কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠক করছিলেন। এমন খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে নিয়ে আসে।