
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কীভাবে তাঁর একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট হয়ে যাচ্ছে? কে ব্যবহার করছেন সুশান্তের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট? পুলিশ নাকি অন্যকেউ? প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ ও প্রাক্তন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।
নিজের টুইটারে সম্প্রতি, একটি ভিডিও পোস্ট করেছেন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। যেখানে তিনি প্রশ্ন তুলেছেন, ``সুশান্তের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন করে কী যুক্ত হচ্ছে, কী ডিলিট হচ্ছে কেউ জানে না! সুশান্তের মৃত্যুর পর তাঁর অ্যাকাউন্ট কে ব্যবহার করছেন? পুলিশ নাকি অন্য কেউ? কীভাবে কারোর মৃত্যুর পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করা হতে পারে?``রূপা গঙ্গোপাধ্যায়ের কথায়, ``প্রথমে যখন আমি বিষয়টা শুনলাম বিশ্বাস হয়নি। তারপর আমি কিছু স্ক্রিনশট জোগাড় করি। পরে নিজেও কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি। কীভাবে সম্ভব বুঝতে পারছি না? CBI তদন্ত কখন শুরু হবে, সমস্ত প্রমাণ নষ্ট করে দেওয়ার পর?``
প্রসঙ্গত এর আগেও একাধিক টুইটে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন রূপা।
সুশান্তের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুললেন রূপা গাঙ্গুলি