Bahumatrik :: বহুমাত্রিক
 
৩০ বৈশাখ ১৪২৮, বৃহস্পতিবার ১৩ মে ২০২১, ১১:২২ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন জন কেরি


০৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার, ০৯:৩৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন জন কেরি

সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত  ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শুক্রবার চার ঘণ্টার সফরে ঢাকায় আসছেন তিনি।

কুটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী ২২ এপ্রিল বিশ্ব জলবায়ু সম্মেলন সামনে রেখে তার এই সফর। জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যানও বাংলাদেশ।

সূত্র জানায়, জন কেরি ঢাকা সফরে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলাপ করবেন। তিনি শুক্রবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

আন্তঃদেশীয় সম্পর্ক -এর সর্বশেষ