Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৬ ১৪৩২, বৃহস্পতিবার ০১ জানুয়ারি ২০২৬

যশোরে ছাত্রী অপহরণ মামলায় আদালতে চার্জশিট

কাজী রকিবুল ইসলাম, যশোর

প্রকাশিত: ২১:৪৪, ৫ আগস্ট ২০২০

প্রিন্ট:

যশোরে ছাত্রী অপহরণ মামলায় আদালতে চার্জশিট

যশোর সদরের নাটুয়াপাড়ার মাদরাসা ছাত্রীকে অপহরণ ও সহায়তার মামলায় একই পরিবারের চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মতিয়ার রহমান।

অভিযুক্ত আসামিরা হলো, নাটুয়াপাড়ার দবির হোসেন ও তার স্ত্রী সালিমা বেগম, মেয়ে সুমি খাতুন ও ছেলে সুমন।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি সুমন বিবাহিত। মাদরাসায় যাওয়া আসার পথে ওই ছাত্রীকে সে উত্যক্ত করত। বিষয়টি ছাত্রী তার পরিবারের সদস্যদের জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন তার ক্ষতি করার ষড়যন্ত্র করতে থাকে। গত ৫ মার্চ সন্ধ্যায় ওই ছাত্রী তার চাচার বাড়ি যাচ্ছিল।

এ সময় আসামিরা একটি মাইক্রোবাসে তাকে উঠিয়ে নিয়ে যায়। মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে ওই ছাত্রীর মা চারজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও স্বাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত সুমনকে পলাতক দেখানো হয়েছে।

 

বহুমাত্রিক.কম

Walton
Walton