Bahumatrik :: বহুমাত্রিক
 
২ জ্যৈষ্ঠ ১৪২৮, রবিবার ১৬ মে ২০২১, ৫:৩৯ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মায়ের অবস্থার কোনো পরিবর্তন নেই : কবরীর ছেলে


১৬ এপ্রিল ২০২১ শুক্রবার, ০৭:০৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


মায়ের অবস্থার কোনো পরিবর্তন নেই : কবরীর ছেলে

বৃহস্পতিবার লাইফ সাপোর্টে নেওয়া করোনাভাইরাসে আক্রান্ত বরেণ্য অভিনেত্রী কবরীর শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। তার অক্সিজেন ওঠানামা করছে, ফুসফুসের অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ।

চিকিৎসকের বরাতে শুক্রবার কবরীর সর্বশেষ শারীরিক অবস্থা প্রসঙ্গে এমনটাই জানান তার ছেলে শাকের চিশতী।

শাকের বলেন, `মায়ের অবস্থার কোনো পরিবর্তন নেই। গতকাল যেমন ছিলো আজও তেমনই। সবাই মায়ের জন্য দোয়া করবেন, মা যেনো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরেন।`

গত ৫ এপ্রিল অভিনেত্রী কবরীর শরীরে করোনা শনাক্ত হয়। ওই রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন তিনি।

কবরীর উন্নত চিকিৎসায় গত শনিবার সকালে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসেছিলেন বলে জানিয়েছেন অধ্যাপক ফারুক আহমেদ।

কবরী সরকারি অনুদানের ‘এই তুমি সেই তুমি’ সিনেমা পরিচালনা করছেন। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে, চলছে সম্পাদনার কাজ। কবরী পরিচালিত প্রথম ছবি `আয়না`, মুক্তি পায় ২০০৬ সালে।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।