Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ আশ্বিন ১৪২৭, শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২০, ১:৫৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মঙ্গল গ্রহের চারপাশে আশ্চর্য সবুজ বলয়


০৭ সেপ্টেম্বর ২০২০ সোমবার, ০৯:৪৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


মঙ্গল গ্রহের চারপাশে আশ্চর্য সবুজ বলয়

মঙ্গল গ্রহের চারপাশে এক আশ্চর্য সবুজ বলয় দেখা গেছে। এই প্রথম এই গ্রহের চারপাশে এরকম সবুজ আভা দেখা গেল।এই বলয়ের ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার।

ওই স্পেস এজেন্সি থেকে জানানো হয়েছে অক্সিজেনের সন্ধান মিলেছে মঙ্গল গ্রহে। সেখান থেকেই এই সবুজ আভা উৎপন্ন হচ্ছে।নিউইয়র্ক পোস্ট বলছে, সূর্যের রশ্মি পেয়ে অক্সিজেনের অণুগুলি শক্তি সংগ্রহ করে। সেই শক্তি নির্গত হওয়ার সময় গ্রহের চারপাশে একটা সবুজ আভা তৈরি করে।

পৃথিবী ছাড়াও অন্য কোন গ্রহে অক্সিজেনের উপস্থিতি ও তার কারণে তৈরি হওয়া সবুজ আভার সন্ধান পেয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে।

বলা হচ্ছে, এই অক্সিজেনের উপস্থিতি মঙ্গল গ্রহে ৪০ বছর ধরে রয়েছে। তবে এই সবুজ আভা আগে কেন দেখা যায়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।