Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

বাদ জুমা হুমায়ূন সাধুর জানাজা: দাফন ঢাকাতেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ২৫ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

বাদ জুমা হুমায়ূন সাধুর জানাজা: দাফন ঢাকাতেই

ঢাকা: নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধুর নামাজের জানাজা শুক্রবার দ জুমা রাজধানীর তেজগাঁওয়ের রহিম মেটাল জামে মসজিদে অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার দিনগত রাত ৪টার দিকে এ তথ্য জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, হুমায়ূন সাধুর পরিবারের সিদ্ধান্ত মোতাবেক তার নামাজের জানাজা শুক্রবার বাদ জুম্মা রাজধানী তেজগাঁওয়ের রহিম মেটাল জামে মসজিদে অনুষ্ঠিত হবে। নামাজের জানাজা শেষে রহিম মেটাল জামে মসজিদের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন হুমায়ূন সাধু।