Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২ ১৪৩২, রোববার ১৯ অক্টোবর ২০২৫

বাকৃবিতে বিনা বৈজ্ঞানিক সমিতির নির্বাচনের উদ্যোগ

আতিকুর রহমান

প্রকাশিত: ০১:৪০, ২ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

বাকৃবিতে বিনা বৈজ্ঞানিক সমিতির নির্বাচনের উদ্যোগ

বাকৃবি: দীর্ঘ ৩ বছর পর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানী সমিতির (বিনাসা) নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিজ্ঞানীদের মধ্য থেকে ১৩ সদস্য বিশিষ্ট দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনে বিনার ১১৫ জন বৈজ্ঞানিক কর্মকর্তা ভোট প্রদান করতে পারবেন বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালের ডিসেম্বরে সর্বশেষ বিনাসার নির্বাচন হয়। এরপর ২০১৬ সালের ডিসেম্বরে সেই কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও বিভিন্ন কারণ দেখিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করা হয়নি। দীর্ঘ ৩ বছর পর বিনার বৈজ্ঞানিক কর্মকর্তাদের উদ্যোগে নতুন নির্বাচনের উদ্যোগ নেয়া হয়েছে। নির্বাচনে ১৩ সদস্য বিশিষ্ট ড. মো. আব্দুল মালেক- ড. মো. হারুন অর রশিদ পরিষদ ও ড. মির্জা মোফাজ্জল ইসলাম-ড. মো. রফিকুল ইসলাম পরিষদ অংশ নেবে।

নির্বাচনের যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আগামী ৩ অক্টোবর সকাল ১১ টা থেকে ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বিকেল ৫ টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables